Header Ads

পালিয়ে গেলেন আমিরশাহির রানি হায়া

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ আমিরশাহির প্রধানমন্ত্রী তথা ভাইস প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন রশিদ আল মাকতুমের পত্নী প্রিন্সেস হায়া বিস্তে আল হুসেইন ৩৩২ কোটি টাকা ও দুই সন্তান ১১ বছরের মেয়ে জলিলা ও ৭ বছরের ছেলে জায়েদকে নিয়ে পালিয়ে গেছেন দুবাই থেকে । প্রথমে জার্মানিতে আশ্রয় নিয়েছিলেন প্রিন্সেস হায়া । এক জার্মান কূটনৈতিক তাঁকে পালাতে সাহায্য করেছিলেন বলে জানা গেছে । 
ছবি, সৌঃ আন্তৰ্জাল

বেগমকে ফেরাতে মাকতুম জার্মানির সাহায্য চেয়েছিলেন, কিন্তু রাজি হয়নি জার্মানি। প্রিন্সেস হায়া লন্ডনে নতুন জীবন শুরু করতে চান। অক্সফোর্ডে পড়াশোনা করেছেন তিনি ।

বেগমের এভাবে চলে যাওয়ার জেরে কবিতা লিখেছেন দুবাইয়ের শাসক। তাঁর কবিতার শিরোনাম " তুমি বাঁচো এবং মরো"।

কবিতায় দুবাইয়ের শাসক লিখেছেন " তুমি বেইমান ,তুমি মহামূল্যবান বিশ্বাসের সঙ্গে বেইমানি করেছো"।

আরব দুনিয়া থেকে পালাতে চাওয়া মেয়েদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। পারিবারিক শাসনের ঘেরাটোপ থেকে বেরিয়ে স্বাধীনভাবে থাকতে চাইছেন অনেক মহিলা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.