Header Ads

আল্লাহ-এর পথ থেকে দূরে সরে যাচ্ছেন, তাই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন দঙ্গল গার্ল জায়রা ওয়াসিম !!



আল্লাহ-এর পথ থেকে দূরে সরে যাচ্ছেন, তাই বলিউড 
ছাড়ার সিদ্ধান্ত নিলেন দঙ্গল গার্ল জায়রা ওয়াসিম !!

লিখেছেন বরিষ্ঠ সাংবাদিক বিশ্বদেব চট্টোপাধ্যায়

দঙ্গল গার্ল জায়রা ওয়াসএর একটি খবর সামনেে এসেছে। রবিবার সকাল সকাল সেই খবর বলিউড এবং সোশ্যাল মিডিয়ায় প্রায় ভুমিকম্প আনে। রবিবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে বলিউডকে বিদায় জানানোর ঘোষণা করেন দঙ্গল খ্যাত জায়রা ওয়াসিম। এই খবর সামনে আসতেই সবাই অবাক হয়ে যায় যে, কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন !

জায়রা একটি পোস্ট শেয়ার করে লেখেন, পাঁচ বছর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা আমার জীবন বদলে দিয়েছে। আমি পাঁচ বছর আগে, বলিউডে পা রাখি। আমার এই যাত্রা অনেক কঠিন ছিল, আমি আমার অন্তরআত্মার সাথে লড়েছি ওই দিন গুলোতে। ছোট জীবনে এত বড় লড়াই আমি লড়তে পারব না। আর এই জন্য বলিউড থেকে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। আমি অনেক ভেবে চিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি।
আমির খানের সঙ্গে কেরিয়ার শুরু করেছিলেন ছোট্ট জায়রা। অষ্টাদশী এই অভিনেত্রী ক্রমেই বলিউড মাত করতে শুরু করছিলেন। সোনালী বসুর ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে প্রিয়ঙ্কার সঙ্গেও অবিনয় করতে দেখা যাবে তাঁকে। কিন্তু ওই পর্যন্তই! এরপর নিজের বলিউডস কেরিয়ার থেকে ইতি টানলেন এই কাশ্মীরী 
সুন্দরী।
কাশ্মীরি কন্যার এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে গোটা বলিউড জুড়ে যখন তোলপাড়, তখন কাশ্মীরের ভূমিপুত্র তথা ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ মুখ খুললেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে জায়রার।
জায়রা ২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল” সিনেমার সূত্রে বলিউডে পা রেখেছিলেন। ওই সিনেমার জন্য জায়রা ন্যাশানাল এওয়ার্ড ও পেয়েছিলেন। ওই সিনেমার কুস্তি বীরাঙ্গনা গীতা ফোগাট এর চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। আর সেই জন্য উনি বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কারও পেয়েছিলেন।
২০১৭ সালে জায়রা ওয়াসিম আমির খানেরই ‘সিক্রেট সুপারস্টার” সিনেমায় অভিনয় করেছিলেন। ওই সিনেমার জন্য জায়রা ফিল্মফেয়ার বেস্ট এক্ট্রেস ক্রিটিক এওয়ার্ড পেয়েছিলেন। এই ছোট বয়সে জায়রা অনেক এওয়ার্ড পেয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.