Header Ads

বিধানসভার ১৮ তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ সেই কবে শুরু হয়েছে, এখনও চলছে

 নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ  অসমের পরম্পরাগত ঐতিহ্য থেকে মুখ ফিরিয়ে অসম বিধানসভার ১৮  তলা বিশিষ্ট বহুতল ভবন নির্মাণের কাজ চলছে, আর শেষ হচ্ছে না।

 উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ভবন, এই ভবন নির্মাণে ইতিমধ্যে প্রায় ৫০০কোটি  টাকা খরচ হয়েছে বলে বিধানসভা সূত্রে জানা গেছে। আরও কাজ বাকি আছে। তবে সংলগ্ন বিধানসভার অধিবেশনের জন্যে পৃথক ভবন প্রায় সম্পূৰ্ণ হয়েছে। ১৮জুলাই এর পরের অধিবেশন নতুন  ভবনে বসবে। সেখানে আপার হাউস এবং লোয়ার হাউসের ব‍্যবস্থা রাখা হয়েছে।  বিধানসভার পুরোনো ভবন রাখা হবে না। সর্বোচ্চ ১৮তলা ভবনটি কবে সম্পূর্ণ হবে তা জানা যায় নি।
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.