Header Ads

সংস্কারের দাবিতে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের ডাক হারাঙ্গাজাওবাসীর



                                     
  বিপ্লব দেব, হাফলংঃ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে সোমবার ভোর ৫ টা থেকে ২৪ ঘন্টার জাতীয় সড়ক অবরোধের ডাক দিল হারাঙ্গাজাও অঞ্চলের সাধারণ নাগরিকরা। এই সড়ক অবরোধ চলবে সোমবার সকাল ৫ টা থেকে মঙ্গলবার সকাল ৫ টা পর্যন্ত। 

সম্প্রতি হারাঙ্গাজাও এলাকার স্থানীয় বাসিন্দারা ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত ২৫ কিলোমিটার অংশে কাজ শুরু করার দাবি জানিয়ে হারাঙ্গাজাও থানার ওসির মাধ্যমে ডিমা হাসাও জেলার জেলাশাসক অমিতাভ রাজখোয়ার কাছে এক স্মারকপত্র প্রদান করেছিলেন। কিন্তু স্মারকপত্র প্রদান করার ১০  অতিক্রান্ত হওয়ার পরও সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ জাতীয় সড়ক সংস্কারে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গুরুত্বপূর্ণ এই জাতীয় সড়কটি সংস্কারে সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি ১০ দিনের মধ্যে সড়ক পথটি সংস্কারে কাজ শুরু করার দাবি জানিয়ে জেলাশাসককে স্মারকপত্র দেওয়ার পরও কাজের কিছু হয়নি তাই এবার বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধের ডাক দেয় হারাঙ্গাজাও অঞ্চলের স্থানীয় নাগরিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.