Header Ads

রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের সম্মেলন বদরপুরে

 নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুরঃ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রচার পরিষদের ৩৫তম ষান্মাসিক সম্মেলন বদরপুরে আয়োজিত হয়েছে। বদরপুর রামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পক্ষ থেকে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন বেলুড় মঠের অচ্যুতেষানন্দজী মহারাজ, শিলচর রামকৃষ্ণ মিশনের স্বামী গনধীশানন্দজী মহারাজ  এবং গোয়ালিওর মিশনের সুজয়ানন্দজী মহারাজ। সভায় সনাতন ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তাঁরা। 
 এদিন বিভিন্ন আশ্রম থেকে আগত প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। তাঁরা রামকৃষ্ণ মঠের আদর্শকে কিভাবে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছনো যায় এনিয়ে মতামত দেন। পরিষদ সভাপতির প্রারম্ভিক বক্তব্য রাখেন করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভাসানন্দজী মহারাজ। রবিবার ভোর চারটায় মঙ্গল আরতির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ছিল শোভাযাত্রা সহ অন্যান্য অনুষ্ঠান। রাত ৭টায় ধর্ম মহাসভার আয়োজন করা হয়। রবিবার কাক ভোর থেকেই ভক্তরা সেবাশ্রমে জমায়েত হতে শুরু করেন। বদরপুর সহ আশপাশের অনেক অঞ্চল থেকে ভক্তরা উপস্থিত হন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.