Header Ads

এখন থেকে প্রচন্ড রৌদ্রে কর্তব্য করতে হবে না যানবাহন শাখার পুলিশকে, নগরের কয়েকটি ট্রাফিক পয়েন্টে লাগানো হয়েছে ফ্যান।


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি। মহানগর পুলিশের জন্য সুখবর। এখন থেকে প্রচন্ড গরমে রোদ্রে কর্তব্য সমাধা করতে লাগবেনা যানবাহন শাখার পুলিশকে। গুয়াহাটির কয়েকটি ট্রাফিক পয়েন্টে লাগানো হলো ফ্যান ।উৎকট গরম থেকে পরিত্রান পাবার জন্য নগরের কয়েকটি ট্রাফিক পয়েন্টে লাগানো হয়েছে ফ্যান। উল্লেখ্য যে নগরের ট্রাফিক পয়েন্ট গুলিতে দীর্ঘদিন ধরে যানবাহন পুলিশকে প্রচণ্ড গরমে কর্তব্য সমাধা করতে লাগছিল। কর্তব্যরত পুলিশের দুঃখ বুঝতে পেরে গডচুক থানার যানবাহন শাখার ভারপ্রাপ্ত অধিকারী অমর ঘোষের নেতৃত্বে লখড়া, গডচুক আর বরাগাঁওর ট্রাফিক পয়েন্টে লাগানো হয়েছে ফ্যান।ফলে ট্রাফিক পুলিশে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে ।স্বাভাবিক ভাবেই এটা একটি ইতিবাচক খবর। কারণ প্রচন্ড ভাবে বৃদ্ধি পেয়েছে গরম । ট্রাফিক পয়েন্টে ফ্যান লাগানোর ফলে এখন থেকে  যানবাহন শাখার পুলিশের কর্তব্যরত অধিকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে । পুলিশের এই কাজকে সাধারণ লোকেরা ভূয়সী প্রশংসা করেছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.