Header Ads

লামডিংয়ে প্রচুর পরিমাণে নেশা জাতীয় ট্যাবলেট সমেত আটক এক যুবক


স্বপন দাস, লামডিংঃ রবিবার সকালে নিম্নগামী বি জি এক্সপ্ৰেছ ট্ৰেন থেকে প্ৰায় তিনহাজার নেশা জাতীয় ট্যাবলেট সহ আটক হয় একজন যুবক।
 গোপন সূত্রে খবর পেয়ে  লামডিং আরপিএফ,  সিপিডিএস এবং সিআইবির  যৌথ অভিযানে প্রায় তিন হাজার নেশা জাতীয়  ট্যাবলেট জব্দ করে । আটকাধীন যুবকর নাম করিমগঞ্জের ফৌজ আহমেদ ৷ ডিমাপুর থেকে করিমগঞ্জে ট্যাবলেট গুলি নিয়ে যাওয়ার  সময় লামডিংএ আটক করা হয় ফৌজ আহমেদকে। অনেকদিন ধরেই সে এই কাজের সাথে যুক্ত ছিল বলে তার কাছ থেকে জানা গেছে।  রবিবারে তাকে আটক করে আরপি এফ।

No comments

Powered by Blogger.