Header Ads

এএন৩২ বিমানটিতে সওয়ার ১৩ জনই শহিদ হয়েছেন, ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ গত ৩ জুন ভারতীয় বায়ুসেনার নিখোঁজ হওয়া এএন৩২ বিমানটিতে যে কজন সওয়ার ছিলেন তাঁদের সকলেই শহিদ হয়েছেন। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ট্যুইটে একথা নিশ্চিত করা হয়। বায়ুসেনার তরফে শহিদদের শ্ৰদ্ধাঞ্জলি জানানো হয়। টানা ৮ দিন তল্লাশি অভিযান চালানোর পর গত মঙ্গলবার অরুণাচল প্রদেশের দুৰ্গম লিপো এলাকায় নিখোঁজ আন্তনভ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। বায়ুসেনার এমআই-১৭ হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হয়। এএন৩২ বিমানটিতে যে ১৩ জন সওয়ার ছিলেন তাঁদের নাম বায়ুসেনার তরফে প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম ক্রমে উইং কমান্ডার জিএম চার্লস, স্কয়াড্রন লিডার এইচ বিনোদ, ফ্লাইট লেফটেনেন্ট মোহিত গর্গ, সুমিত মোহান্তি, আশিষ তনওয়ার, রাজেশ থাপা, ওয়ারেন্ট অফিসার কে কে মিশ্রা, সার্জেন্ট অনুপ, কর্পোরাল শারিন, এয়ারম‍্যান পংকজ সাঙওয়ান, এয়ারম‍্যান এস কে সিং, নন কমবেটেন্ট রাজেশ কুমার এবং পুতলি । গত ৩ জুন বেলা ১২টা ২৬ নাগাদ যোরহাটের রানওয়ে থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় মিনিট ৪০ থেকে ৪৫-এর মধ্যে এটিসি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বৰ্তমানে অরুণাচলের দুৰ্গম লিপো এলাকায় বিমানটির ব্ল্যাক বক্সটি খুঁজে পাওয়া যায় কিনা তার জন্য চেষ্টা চালাচ্ছেন বায়ুসেনার জওয়ানরা।   

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.