Header Ads

এনআরসিতে নাম অন্তৰ্ভুক্তির নামে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পরল ২ কৰ্মচারী

ছবি, সৌঃ জিপ্লাস
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ এনআরসি-র তালিকায় নাম অন্তৰ্ভুক্তি করিয়ে দেওয়ার নামে ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পরল দিসপুর এনআরসি কেন্দ্ৰের দুই কৰ্মচারী। ঘোষ পদবীর এক মহিলার অভিযোগের ভিত্তিতে দুৰ্নীতি নিবারক শাখা অভিযান চালায়। সেই অভিযানে এই ঘটনা প্ৰকাশ্যে আসে। ফিল্ড লেবেল অফিসার (এফএলও) সইদ শাহজাহান (৪৮) এনআরসি-র তালিকায় নাম ঢুকিয়ে দেওয়ার নামে অভিযোগকারিনীর কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পরে। এই ঘটনায় জড়িত ছিল সহকারী স্থানীয় নাগরিক পঞ্জিয়ক রাহুল পরাশর (২৭)। তাদেরকে দুজনকেই পুলিশ গ্ৰেফতার করেছে। ধৃতদের শুক্ৰবার বিশেষ আদালতে তোলা হবে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.