Header Ads

সেনা জওয়ান নিরোদের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে অসমের নলবাড়ি জেলার দকাউনিয়া গ্ৰামে

ছবি, সৌঃ টাইম৮
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে বুধবার ১১৬ ব্যাটেলিয়নের যে ৫ জন সিআরপিএফ-এর জওয়ান শহিদ হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন অসমের নিরোদ শৰ্মা। তাঁর বাড়ি নলবাড়ি জেলার দকাউনিয়া গ্ৰামে। সিআরপিএফ-এর তরফ থেকে গতকাল রাতে নিরোদের বাড়িতে তাঁর মৃত্যুর খবরটি দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবার পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কান্নায় ভেঙে পড়েছেন নিরোদের স্ত্ৰী জুনালি দেবী। তাঁর দুই কন্যা দীক্ষিতা এবং হিমাঙ্গি ক্ৰমে নবম এবং ষষ্ঠ শ্ৰেণির ছাত্ৰী। ১৯৯১ সালে নিরোদ সেনাবাহিনীতে যোগ দেন। গত ১০ বছর থেকে তাঁর পোস্টিং ছিল জম্মু ও কাশ্মীর। বুধবার অনন্তনাগের সেনাবাহিনীর ওপর জঙ্গি হানার দায় স্বীকার করেছে অল-উমর মুজাহিদিন । পাকিস্তান মদতপুষ্ট এই জঙ্গি সংগঠনটি মুসতাক আহমেদ জারগার দ্বারা পরিচালিত হচ্ছে। এই মুসতাকই ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইনের আইসি৮১৪ বিমান হাইজ্যাক করেছিল। অসম সরকার শহিদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকা সাহায্য দেবে বলে জানা গিয়েছে।  








কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.