Header Ads

গুয়াহাটির ১৫১ আর্মির বেস হাসপাতালে প্রথম টেস্ট টিউব বেবীর জন্ম ।

দেবযানী পাটিকর,গুয়াহাটি।সন্তান একজন দম্পত্তির জন্য সবচেয়ে কাঙ্খিত বিষয়।তবে বর্তমানে বন্ধ্যাত্বের বিষয়টি অনেক বেড়ে গেছে।বন্ধ্যত্ব আসলে পুরুষ ও মহিলা দুজনেরই হয়ে থাকে।বন্ধ্যত্বর সমস্যার সমাধানে টেস্ট টিউব বেবী একটি আধুনিক পদ্বতি। গুয়াহাটিতে  এআরটি সেন্টার (এসিস্টেড রিপ্রোডাক্টিভ সেন্টার )স্থাপন করা হয় আর্মি ১৫১ বেস হাসপাতালে । আর্মি ও এয়ার ফোর্সের  সেই সব দম্পত্তির স্বপ্ন পূরণ করার জন্য যারা সন্তান সুখ থেকে বঞ্চিত।আর্মড ফোর্সের এই হাসপাতালটি ২০১৮সনে স্থাপন করা হয়।এই আইভিএম সেন্টরটি আর্মি ও এয়ার ফোর্সের একমাত্র  সেন্টার যে বন্ধ্যত্বর ওপর কাজ করছে।
উল্লেখ্য যে আর্মির ১৫১বেস হাসপাতালে প্রথম টেস্ট টিউব বেবীর জন্ম হয় সম্প্রতি। আরটি রাঘাবন ও সাধনা এই দম্পত্তির টেস্ট টিউব বেবীর জন্ম হয় গত মাসে।ডাক্তারের একটি পুরো দল ৯ মাস ধরে রিসার্চ করার পরে ২,৬কেজির একটি সুন্দর সুস্বাস্থ্য বাচ্চার জন্ম হয়।এই দম্পত্তি গত তিন বছর ধরে বন্ধ্যত্বকরণের শিকার ছিলেন।স্বাভাবিক ভাবে সন্তান জন্মের অসুবিধা ছিল কারণ মার ফেলপিয়ান টিউব দুটো বন্ধ ছিল।সন্তান জন্মের পর বাবা ও মা দুজনেই খুব খুশী।ডাক্তারদের কথায় কাজটা খুব চ্যালেঞ্জিং কাজ ছিল সব ডাক্তারদের কাছে।আরো ৫০টি এধরনের  কেস রয়েছে।এখন পর্যন্ত ২৭৫টি কেস রেজিস্টার্ড হয়েছে এই হাসপাতালে।ডাক্তারদের একটি  পুরো দল হাসপাতালের কমান্ডেন্ট ওয়াই সিংহের ও লেফটেন্যান্ট কমান্ডেন্ট নাগরাজের তত্ত্বাবধানে কাজ করছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.