Header Ads

অম্বুবাচী মেলাতে পদ পথে কামাখ্যা ধাম যাবার আহ্বান মেলা পরিচালনা সমিতির।

দেবযানী পাটিকর ,গুয়াহাটি। শুরু হয়েছে অম্বুবাচী মেলা। দেশ-বিদেশের ভক্তের সমাগম হয়েছে কামাখ্যা ধামে। এর প্রতি লক্ষ্য রেখে জেলা প্রশাসন দর্শনার্থীদের জন্য ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে ।নিরাপত্তার দিকটি বিশেষ করে নজর রাখা হয়েছে ।এবার অম্বুবাচী মেলা উপলক্ষে আসাম তথা উত্তর-পূর্বাঞ্চল কে ধরে গুজরাট ,হরিয়ানা, পাঞ্জাব, বাংলাদেশ ,উত্তরপ্রদেশ ,মধ্যপ্রদেশ নেপাল ,থেকে দর্শনার্থী এসে শক্তিপীঠ কামাখ্যা ধামে এসে উপস্থিত হয়েছেন। শনিবার থেকে ভক্তের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন  জেলা প্রশাসন । অম্বুবাচীর কয়েক দিন অর্থাৎ ২২জুন থেকে ২৬ জুন পর্যন্ত কামাখ্যা ধাম পর্যন্ত কোন গাড়ি চলাচল করবে না । তীর্থযাত্রীদের পায়ে হেঁটে যেতে হবে কামাখ্যাতে ।দর্শনার্থীদের পায়ে হেঁটে যাবার জন্য জোর দিয়েছে মেলা পরিচালনা সমিতি এবং জেলা প্রশাসন ।নামনি কামাখ্যা থেকে কামাখ্যা  পর্যন্ত যাত্রার পথে রাস্তার স্থানে স্থানে থাকবে পানীয় জলের ব্যবস্থা,পর্যাপ্ত লাইট ও সুরক্ষার বিশেষ ব্যবস্থা। এছাড়াও জুতা রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে ।জুতা নির্দিষ্ট স্থানে রেখে দর্শনার্থীরা কামাখ্যা ধামে যেতে পারবেন ।প্রচণ্ড গরমে তীর্থযাত্রীদের সুবিধার জন্য রাস্তায় কার্পেট বিছানো হবে। জুতা খোলার পর তীর্থযাত্রীরা কার্পেটের  ওপর দিয়ে  হেঁটে যেতে পারবেন।
 পৌরাণিক কথা অনুসারে নরকাসুর কামাখ্যা যাবার চারটি রাস্তা বানিয়েছিল ।এবার অম্বুবাচীতে প্রথমবার পশ্চিমদিকের অর্থাৎ পান্ডুর দিকে  রাস্তাতে যাত্রীরা যাতাযাত করবে। এ রাস্তা অন্যান্য রাস্তার তুলনায় ছোট প্রায় এক কিলোমিটার। এর আগে বিশ্বকর্মা মন্দির এদিকে রাস্তা ব্যবহার করা হতো প্রথম  বার পশ্চিম প্রান্তের রাস্তাটা ব্যবহার করা হবে। এই রাস্তাটা ব্যবহার করার ফলে ভিড়কে নিয়ন্ত্রণ করতে অনেক সুবিধা হবে বলে মনে করেন অম্বুবাচী মেলা পরিচালনা সমিতি। সমিতির সেক্রেটারি চান্দন শর্মা বলেন যে এবার দর্শনার্থীর জন্য স্থানে -স্থানে জুতা রাখার ও বিশ্রাম করার জন্য অস্থায়ী শিবির বানানো হয়েছে ।যাতে তারা দর্শন করে পুনরায় জুতা সংগ্রহ করতে পারে কারণ প্রতিবছরই জুতা রাখা নিয়ে অনেক অসুবিধার ও  সমস্যার সম্মুখীন হতে হয় দর্শনার্থীদের।এবারও স্বচ্ছ তার ওপর  বিশেষ জোর দেওয়া হয়েছে।মন্দির পরিষ্কার করার জন্য রাত ১২থেকে ভোর ৫টা পর্যন্ত সমস্ত পদ পথ বন্ধ করে রাখা হবে ।পুনরায় সকাল ৬টায় সব পথ খুলে দেওয়া হবে।  অম্বুবাচী মেলাতে প্লাস্টিক ও তামাক ব্যবহারে নিষেধাজ্ঞা জারী কিরেছে প্রাশাসন।এর জন্য জাগায়,-জায়গায় হোর্ডিং ও ব্যানার লাগানো হয়েছে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.