Header Ads

ভয়ঙ্কর প্রদূষনের কবলে অসমের ৪৪টি নদী। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই উদ্বেগজনক তথ্য।


নয়া ঠাহর প্রতিবেদন, নয়া দিল্লী।রাজ্যে ভয়ঙ্কর রূপ নিয়েছে প্রদূষণ।এর কবলে পড়ছে রাজ্যের নদ নদীসমূহ ।কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে প্রকাশিত  এই তথ্য অনুসারে রাজ্যের ৪৪ নদী এখন ভয়ঙ্কর দূষণের কবলে। বিগত ২০১৭ ডিসেম্বর মাস পর্যন্ত প্রাদুষিত নদীর সংখ্যা ছিল ২৭ টি।কিন্তু গত দেড় বছরের ভিতরে নতুন করে ১৮টি নদী প্রাদূষনের কবলে পড়ারার বিষয়টি চিন্তিত করে তুলেছে পরিবেশবিদদের। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভেদকার উদ্বেগজনক তথ্যটি সংসদে তুলে ধরেন। অসমের প্রদুষিত নদীর তালিকাতে রয়েছে ভারলু,বরছলা ,ভোগদই , ধনশিরি, পাগলাদিয়া, দিখৌ,বেকি, রাঙানদী,সোনাই, সুবনসিডি, দীপরবিলকে কে নিয়ে মোট ৪৪ টি নদী আর জলাশয় ।
ভারতবর্ষের প্রায় ৩৫১ টি নদী বর্তমানে প্রাদূষনের কবলে ।লোকসসভার প্রশ্নোত্তর সময়  প্রকাশ করা তথ্য অনুসারে সমগ্র দেশের ভিতরে মহারাষ্ট্র তে প্রাদুষিত  নদীর সংখ্যা সবচেয়ে বেশি। আর এর পরেই রয়েছে অসমের স্থান ।অসমের লাইফ লাইন হিসেবে চিহ্নিত ব্রহ্মপুত্র নদীর দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়া অদূর ভবিষ্যতে আসামের পানীয় জলের উৎস তথা নদীতে বাস করার জীবকুলের মাঝে সংকট নেমে আসবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.