Header Ads

জুলাই থেকে চালু করছে গুয়াহাটি থেকে বাংলাদেশের ঢাকায় যাওয়ার সরাসরি ফ্লাইট পরিষেবা


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়হাটিঃ  উত্তরপূৰ্বাঞ্চলবাসীদের জন্য খুশির খবর। আসন্ন জুলাই থেকে গুয়াহাটি থেকে বাংলাদেশের ঢাকায় সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ভারতের বেসরকারি উড়োজাহাজ পরিবহণ সংস্থা স্পাইসজেট জুলাই মাসের১ তারিখ থেকে চালু করতে চলেছে এই পরিষেবা।      স্পাইসজেট সূত্রের খবর ১জুলাই থেকে প্রতিদিন বড়ঝাড়ের গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় বেলা১১ টা ৫৫ মিনিটে ছাড়বে ফ্লাইটটি। সময় লাগবে মাত্র ৫৫ মিনিট  । গুয়াহাটি থেকে ঢাকায় সরাসরি উড়োজাহাজ চালানোর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।পুনরায় ঢাকার  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের সময় ১.৪০মিনিটে রওনা হবে ফ্লাইটটি। এই যাত্রার খরচা পড়বে ৩ হাজার ৫৫রুপি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.