Header Ads

ছত্তীসগড়ের বিজাপুর জেলায় মাওবাদী হামলায় নিহত দুজন সিআরপিএফ জওয়ান এবং একজন স্থানীয়

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ ছত্তীসগড়ে বিজাপুর জেলায় শুক্ৰবার সকাল সকাল মাওবাদী হামলা হয়। যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছেন বলে জানা গেছে। 
প্রতীকী ছবি, সৌঃ লাইভমিন্ট
বিজাপুর জেলার কেশকুতুল ও চোলপাড়ার অভ্যন্তর এলাকায় মাওবাদীদের আস্তানা গেড়ে থাকার খবর পেয়ে এদিন সাতসকালে তল্লাশি অভিযানে নামে সিআরপিএফ ও ছত্তীশগড় পুলিশের যৌথবাহিনী। তখনই হঠাৎ হামলা চালায় মাওবাদীদের দল। এরপর দুপক্ষের মধ্যে দীৰ্ঘক্ষণ গোলাগুলি চলে। সংঘৰ্ষে প্ৰাণ গেছে একজন গ্ৰামবাসীরও। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলেছে বিশাল সেনাবাহিনী। এদিনই ছত্তীশগড়ের রাজনন্দগাঁওয়ে মাওবাদীদের ঘাটি উড়িয়েছে সেনাবাহিনী। তবে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.