Header Ads

তীব্র রোদের তাপে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন

ছবি নিজস্ব

 বিপ্লব দেব, হাফলংঃ উৎকট গরমে জনজীবন বিপর্যস্ত করে তুলেছে ডিমা হাসাও জেলার। গোটা পাহাড়ি জেলায় তীব্র দাবদাহে নাজেহাল হয়ে উঠেছে সাধারণ নাগরিকরা। বৃহস্পতিবার হাফলঙের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আর এতেই তাপমাত্রা এদিন ৩২ ডিগ্রি থাকলেও গরম অনুভত হচ্ছিল ৩৭ ডিগ্রি। উৎকট গরমে বিনা কারণে কেউ ঘর থেকে বের হতে চাইছেন না। বিশেষ স্কুলের ছাত্রছাত্রী দের অবস্থা শোচনীয় করে তুলে গরমের তীব্রতায়। প্রতিনিয়ত পাহাড়ি জেলাতে উষ্ণতার পারদ বেড়ে চলছে। ডিমা হাসাও জেলায় এক সময় তেমন গরম অনুভূত হত না গরম থেকে রক্ষা পেতে পাহাড়ের ঠান্ডা আবহওয়ায় বেড়াতে আসতেন। কিন্তু আজ সমতলের মতই পাহাড়ে তীব্র বেগে বাড়ছে উষ্ণতা। এবছর ডিমা হাসাও জেলায় বৃষ্টি কম হয়েছে। একদিকে গরম বাড়ছে অন্যদিকে বৃষ্টি কমে যাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ডিমা হাসাও জেলায় অবাধে গাছপালা কেটে ফেলা হচ্ছে তার উপর বনধ্বংস পাহাড়ি নদী গুলি থেকে পাথর শেষ করে দেওয়ার জেরে পাহাড়ি জেলায় বৃষ্টিপাতের মাত্রা কমে গেছে আর এতেই প্রাকৃতিক ভারসাম্য যে ভাবে বিনষ্ট হচ্ছে সেই সঙ্গে ডিমা হাসাও জেলায় উষ্ণতার পারদ বাড়তে শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.