Header Ads

হোজাই এর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন অমলেন্দু চক্রবর্তী ।

নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি। হোজাই এর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অমলেন্দু চক্রবর্তী। বিশ্ববিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করেই তিনি বিশ্ববিদ্যালয় পরিসরে গাছ রোপন করেন।এ প্রসঙ্গে তিনি বলেন যে হোজাইতে স্থাপন করা রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয় হল ভারতের প্রথম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সরকারী বিশ্ববিদ্যালয় ।তিনি আরো বলেন যে এই বিশ্ববিদ্যালয়কে একটি প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য তিনি যথেষ্ট চেষ্টা করবেন ।  বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে সম মর্যাদা প্রদান করে হবে বলেও মন্তব্য করেন ।অমলেন্দু চক্রবর্তী ১৯৭৯তে বিশ্ববিদ্যালয় ৯ মাসের জন্য কাজ করেছিলেন। তিনি বলেন  এই নতুন বিশ্ববিদ্যালয়টি হোজাই এর সাথে সমগ্র অসমের শিক্ষা জগতে এক নতুন মাত্রা প্রদান করবে। শুক্রবার তিনি বিশ্ববিদ্যালয় উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.