গোরক্ষকদের হাতে নিহত পেহলু খানের বিরুদ্ধে চার্জশিট, রাজস্থানের মুখ্যমন্ত্ৰী অশোক গেহলটের সাফাই
নয়া ঠাহর ওয়েব ডেক্সঃ রাজস্থানের আলোয়ারে বছর দুয়েক আগে গোরক্ষকদের ব্যাপক মারধরের জেরে নিহত হয়েছিলেন বছর ৫৫-র পেহলু খান। সে সময়, এই ঘটনার জেরে ব্যাপক আলোড়ন হয়েছিল দেশজুড়ে । এবার সেই মৃত পেহলু খানের বিরুদ্ধেই চার্জশিট পেশ করা হল। পেহলু খানের বিরুদ্ধে অভিযোগ তিনি গরু পাচারে জড়িত ছিলেন।
যে ট্রাকে করে পেহলু খান গরু পাচার করছিলেন বলে অভিযোগ, সেই ট্রাক মালিকের নামও রয়েছে চার্জশিটে। গরু কেনার রসিদ দেখানোর পরও দুষ্কৃতীরা তাঁকে ছাড়েনি। দুষ্কৃতীরা রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করার জেরে মারা গিয়েছিলেন পেহলু খান ।
রাজস্থানের মুখ্যমন্ত্ৰী অশোক গেহলোট
এদিকে, মৃত পেহলু খানের বিরুদ্ধে পুলিশের চাৰ্জশিট দেওয়ার ঘটনায় নানা মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি সামলাতে তড়িঘড়ি মুখ খুললেন মুখ্যমন্ত্ৰী অশোক গেহলট। তিনি বলেন- চাৰ্জশিটে পেহলু খানকে দোষী সাব্যস্ত করা হয়নি। কোনও বিশেষ উদ্দেশ্য নিয়ে এই মামলার তদন্ত করা হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। পরে তিনি রাজ্যের বিজেপি সরকারের ওপরে দোষ চাপিয়ে দিয়ে বলেন- এই মামলা বিজেপি সরকারের আমলে হয়েছিল। তদন্তে কোনও অসঙ্গতি থাকলে তবে নতুন করে তদন্ত করা হবে।
কোন মন্তব্য নেই