Header Ads

অসমে গণ্ডার সুরক্ষায় বিশেষ প্রশিক্ষণ

এবার থেকে অভয়ারণ্যে গণ্ডার হত্যা অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে : পরিমল শুক্লবৈদ্য

নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটিঃ সম্প্রতি গণ্ডার সুরক্ষায় সুরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন হয়ে যায়।কাজিরাঙ্গা সহ রাজ্যের সংরক্ষিত অভায়ারণ্যে এই নবগঠিত বিশেষ গণ্ডার সুরক্ষা বাহিনী এবার থেকে গণ্ডার হত্যা অনেকখানি  নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে বলে আশা করেন বন মন্ত্রী  পরিমল শুক্ল বৈদ্য ।
এক্ষেত্রে এই বিশেষ প্রশিক্ষণ শিবির সম্পন্ন হয়ে যায় শুক্রবার বহরমপুরের নবম আসাম ব্যাটেলিয়ান শিবির প্রাঙ্গণে। এই প্রশিক্ষণ শিবিরে ৮২জন যুবক-যুবতী বিশেষ কমান্ডো প্রশিক্ষণ নেন । ৪৩ সপ্তাহ জোড়া বিশেষ প্রশিক্ষণ শিবির থেকে শিক্ষা প্রাপ্ত ৭৪জন যুবক ও ৮জন যুবতীকে কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের ৮ জায়গায় পাঠানো হবে ।

আসামের গৌরব এক সিং গণ্ডারের চোরা শিকার  বন্ধ করার জন্য। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানের শেষের দিনে এই বিশেষ  কমান্ডো প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী জওয়ানদের সার্টিফিকেট দেন অসমের বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত , নগাঁওএর জেলাশাসক যাদব শইকিয়া সহ বন অধিকারিকরা এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.