Header Ads

রানীতে রাভা জনগোষ্ঠীর বর্ণিল বায়খো উৎসব সম্পন্ন।



নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি। রাভা জন গোষ্ঠীর জাতীয় উৎসব বায়খো সমাজে শান্তি প্রতিষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আসছে। সাহিত্য যেভাবে একটি জাতির আয়না স্বরূপ সেইভাবে কৃষ্টি সংস্কৃতিও একটি জাতীর জীবনের প্রতীকস্বরূপ ।রাভা জনগোষ্ঠীর জাতীয় জীবনের "লাইফ লাইন "হলো কৃষি ভিত্তিক বায়খো উৎসব। খুব সম্প্রতি পার্শ্ববর্তী পশ্চিম গুয়াহাটির ঐতিহাসিক রানীতে একদিবের বর্ণাঢ্য কার্যসূচিতে নিখিল রাভা  ছাত্র সংস্থার রানীর আঞ্চলিক সমিতির  উদোগে  উদযাপন করা হয় বায়খো উৎসব।রানীর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আঞ্চলিক কমিটির সভাপতি রাজু রাভা পতাকা  উত্তোলন করেন।এর পর শহীদ বেদীতে মাল্যদান করে  রাভা।সভায় উপস্থিত থাকেন অনেক গন্যমান্য ব্যক্তিরা। এরপরে উদযাপনস্থলে বৃক্ষ রোপন করা হয়।এর পরে বিশেষ পূজার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন জাতি জনজাতি সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন পর  সমাপ্ত হয় এই উৎসব।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.