Header Ads

রানী শিলং সংযোগী পথ পর্যটকদের দিয়েছে নতুন মাত্রা ।

                          
দেবযানী পাটিকর ,গুয়াহাটি। মেঘ ,পাহাড় ,আর ঝর্ণার রূপে পাগল করা মেঘালয় অর্থাৎ মেঘের দেশ মেঘালয় উত্তর পূর্ব ভারতের একটি রাজ্য। গরমের বন্ধে পরিবারের সাথে ছুটি কাটাতে মেঘালয়ের রাজধানী শিলং এ ঘুরতে যান অনেকেই ।তবে পর্যটকদের সচরাচর শিলং গেলে খানাপারা -নয় মাইল হয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাদের এমন একটা নতুন পথের সন্ধান দিতে চলেছি যে পথ রানী- পাথরমারা হয়ে শিলং যেতে পারা যাবে। এই পথের দূরত্ব মাত্র ১৩০কিলোমিটার।যানজটের সমস্যা নেই,প্রশস্ত রাস্তা,প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব।উল্লেখ্য যে গুয়াহাটি থেকে শিলং সংযোগী রাস্তাতে প্রতিদিনই ভীষণ যানজটের সমস্যা দেখতে পাওয়া যায়।এ সম্পর্কে রং মন ট্যুরিজম সোসাইটির বালেশ্বর রংপী বলেন যে প্রচার ও প্রসারের অভাবে এই পথটির কথা পর্যটকের কাছে অজ্ঞাত রয়েছে ।সরকার গুরুত্ব আরোপ করলে পর্যটনের প্রসার লাভ করার প্রচুর  সম্ভাবনা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.