Header Ads

বিহারে সদ্য তরুণীকে ধর্ষণে বাধা দেওয়ায় মা এবং মেয়েকে বেধড়ক মার

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ
বিহারের বৈশালী জেলার ভগবানপুর এলাকায়  বছর উনিশের সদ্যতরুণীকে দলবল নিয়ে গণধর্ষণ করতে আসার অভিযোগ উঠেছে ওই এলাকার কাউন্সিলর মহম্মদ খুরশিদের বিরুদ্ধে । ওই সময় তরুণীর বাবা বাড়িতে ছিলেন না। মেয়েটির মা বাধা দিলে ব্যাপক মারধর করা হয় মা-মেয়েকে।  মা-মেয়ের ব্যাপক বাধায়  শেষমেশ পিছু হটে কাউন্সিলর ও তার দলবল। পরে আবার ফিরে আসে তারা এবং মা-মেয়ের মাথা ন্যাড়া করে ঘোরানো হয় গোটা গ্রাম ।

 এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই সরব হন মানুষজন । পুলিশ সাত অভিযুক্তের মধ্যে চারজনকে আটক করেছে । কাউন্সিলরের অভিযোগ ছিল মা-মেয়ে অবৈধভাবে মাংস বিক্রি করেন এলাকায় । এই ঘটনায় বিহার রাজ্য মহিলা কমিশনও রিপোর্ট তলব করেছে পুলিশের কাছে ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.