Header Ads

অসমের হাইলাকান্দি জেলায় দুই মহিলার কাছ থেকে কাঁচা হীরা উদ্ধার

নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ অসমের হাইলাকান্দি জেলায় দুই মহিলার কাছ থেকে কাঁচা হীরা উদ্ধার করল অসম রাইফেলের জওয়ানরা। ওই হীরাগুলির দাম ১০ কোটি টাকা। 
প্রতীকী ছবি, সৌঃ আন্তর্জাল
জানা গেছে, হাইলাকান্দি শহর থেকে ৯ কিলোমিটার দূরে মোনাছেড়া এলাকায় ওই দুই মহিলা অটো রিক্সার খোঁজে দাঁড়িয়েছিল তখনই  অসম রাইফেলের দল তল্লাশি চালানোর সময় তাদের কাছে ব্যাগের ভিতরে হীরাগুলি উদ্ধার করে। তাদের গ্ৰেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের কাজিন ভাই বহুমূল্যের ওই হীরাগুলিকে বাজারে বিক্ৰি করার জন্য দিয়েছিল। 

তাদের ভাই মেঘালয়ের এক কয়লা খনিতে কাজ করে। হীরাগুলিকে খদ্দেরের কাছে বিক্ৰি করতে নিয়ে যাওয়া হচ্ছিল। অসম রাইফেলের জওয়ানরা ধৃত দুই মহিলাকে হীরা সমেত লালা পুলিশ স্টেশনে সমঝে দিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।    

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.