Header Ads

উত্তর ত্রিপুরার দামছড়া ব্লক এলাকার অঙ্গনবাড়ি কেন্দ্রের শোচনীয় অবস্থা

 নয়া ঠাহর প্রতিবেদন,বালিপিপলাঃ উত্তর ত্রিপুরার দামছড়া ব্লক এলাকার আম্বেদকর নগর অঙ্গনবাড়ি কেন্দ্রের অবস্থা খুবই শোচনীয়।

 দমবন্ধ পরিবেশে পড়ুয়াদের পড়াশুনো করতে হচ্ছে। মঙ্গলবার সকালে অল্পের জন্য বড়সর দুৰ্ঘটনা থেকে রেহাই পান শিক্ষিকা এবং ছাত্ৰছাত্ৰীরা। অঙ্গনবাড়ি কেন্দ্ৰের একটি ঘরে স্কুলের শিক্ষিকা (দিদিমনি) সন্ধ্যা সিনহা খিচুড়ি রান্না করার সময় হঠাৎই রুমটির বাঁশের ছাদ ভেঙে পড়ে। 

এদিন স্কুলটিতে ছাত্ৰছাত্ৰীদের সংখ্যা কম ছিল বলে রক্ষা। তা নইলে বড়সর দুৰ্ঘটনার সম্মুখিন হতে হত কচিকাঁচাদের। তবুও এভাবেই দিনের পর দিন চলছে কচিকাঁচাদের শিক্ষাদান। বিষয়টিতে স্থানীয় প্ৰশাসনের নজর যাতে পড়ে তার জন্য আহ্বান জানিয়েছেন শিক্ষক শিক্ষয়িত্ৰী এবং অভিভাবকরা। 


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.