Header Ads

রাষ্ট্রপতির ভাষণে ' এক দেশ এক ভোট'


নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ' এক দেশ এক ভোট '- নীতির পক্ষে সওয়াল করলেন । রাষ্ট্রপতি বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য 'এক দেশ এক ভোট ' নিয়ে ভাবনা চিন্তা করা দরকার সাংসদদের ।
রাষ্ট্রপতি তাঁর বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, প্রতি বছর দেশের কোথাও না কোথাও ভোট হয়। এতে প্রচুর অর্থ ব্যয় হয় তেমনি উন্নয়নমূলক কাজও থমকে যায় । কেন্দ্রীয় স্তরে ও রাজ্যস্তরে এক সময়ে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলি উন্নয়নমূলক কাজে বেশি সময় ব্যয় করতে পারবে বলেও জানান রাষ্ট্রপতি কোবিন্দ।
এদিকে,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'এক দেশ এক ভোট' নীতির সমর্থনে এগিয়ে এলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল পিপলস পার্টির সুপ্রিমো কনরাড সাংমা । মেঘালয়ের মুখ্যমন্ত্রী 'এক দেশ এক ভোট '-এর পক্ষে সওয়াল করে বলেন, এই বিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনোর আগে জরুরি এই বিষয়ে জড়িত সব অংশীদারদের সঙ্গে আলোচনা ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.