Header Ads

আজাদ হিন্দ ফৌজ মেমোরিয়াল পুরস্কারে পুরস্কৃত হলেন আসামের রাজ্যপাল জগদীশ মুখী।



নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটি। নেতাজী সুভাষ চন্দ্র বোসের প্রতিষ্ঠিত আজাদ হিন্দ ফৌজের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদ হিন্দ মেমোরিয়াল পুরস্কার আসামের রাজ্যপালের হাতে তুলে দিলেন অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি মহাশয় ।শুক্রবার কলকাতা থেকে এসে প্রথমেই তিনি  নীলাচল পাহাড় স্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামে মা কামাখ্যার আশীর্বাদ নিতে যান। সেখানে তিনি পূজা-অর্চনা করেন।এর পর  রাজ্যপাল জগদীশ মুখীর সাথে দেখা করেন তিনি ।




আগামীকাল একই পুরস্কারে পুরস্কৃত করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তকে। উল্লেখ্য যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি রাজ্যপালের সাথে নেতাজী সুভাষচন্দ্র বিষয় ও   আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.