Header Ads

৬ মাসের মধ্যে জম্মু ও কাশ্মীরে ভোটের কথা ভাবে হচ্ছে বলে লোকসভায় জানালেন কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ

নয়া ঠাহর ওয়েব ডেস্কঃ জম্মু ও কাশ্মীরের অশান্ত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্ৰণ করা সম্ভব হয়েছে। শুক্ৰবার লোকসভায় নিজের বক্তব্যে এমনই দাবি করেন কেন্দ্ৰী স্বরাষ্ট্ৰমন্ত্ৰী অমিত শাহ। তিনি বলেন- সে রাজ্যের রাজনৈতিক দলগুলির দীৰ্ঘদিনের দাবি ছিল সেখানে ভোট হোক। আর তাই ৬ মাসের মধ্যে সেখানে বিধানসভা ভোটের কথা ভাবে হচ্ছে।  
ছবি, সৌঃআন্তৰ্জাল
ততদিন অবধি সেখানে রাষ্ট্ৰপতি শাসনের আবেদন করেছেন অমিত শাহ। তবে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর এই কথাকে মানতে নারাজ বিরোধী দল কংগ্ৰেস। তাদের বক্তব্য- কাশ্মীরে প্ৰতিদিন কী ঘটনা ঘটছে তা সকলের নজরে রয়েছে। জঙ্গিরা কখনও সেনা, আবার কখনও পুলিশকে নিশানা করছে। আর বিজেপি বলছে পরিস্থিতি শান্ত। আসলে এখন গোটা দেশের ভোটপৰ্ব মিটে যাওয়ার পর শাসক দল ওই রাজ্যে সব শক্তি লাগাতে পারবে বলে ভোটের কথা ঘোষণা করছে এমনই অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্ৰেস। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.