Header Ads

ফের রেপো রেট কমাল রিজাৰ্ভ ব্যাংক, কমতে পারে গৃহঋণ সহ অন্যান্য ঋণের পরিমাণ


নয়া ঠাহর প্ৰতিবেদন, মুম্বইঃ বিজেপি মন্ত্ৰীসভার দ্বিতীয় ইনিংসে রেপো রেট কমিয়ে দিল রিজাৰ্ভ ব্যাংক। রেট কমল ০.২৫ শতাংশ। ৬ শতাংশ থেকে কমে রেপো রেট হয়েছে ৫.৭৫ শতাংশ। এর ফলে কমতে পারে বাড়ি গাড়ি বা অন্যান্য ক্ষেত্ৰে কমবে ঋণের পরিমাণ, ইএমআই। এর ফলে এখন থেকে নিখরচায় করা যাবে আরটিজিএস এবং এনইএফটি। বৃহস্পতিবার সকালে রেপো রেট ০.২৫ শতাংশ বা ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নেয় রিজাৰ্ভ ব্যাংক। এর ফলে স্থায়ী আমানতে সুদের হার কমে যাওয়ায় ভোগান্তির পরিমাণ বাড়বে আমানতকারীদের। রিজাৰ্ভ ব্যাংকের এই সিদ্ধান্তে ২০১৯-২০ অৰ্থবৰ্ষে জিডিপির হার ৭.২ থেকে কমে ৭ শতাংশ হতে পারে। চলতি বছরে এ নিয়ে তিন বার রেপো রেট কমাল রিজাৰ্ভ ব্যাংক। এর আগে ফেব্ৰুয়ারি এবং এপ্ৰিল মাসে রেপো রেট কমিয়েছিল রিজাৰ্ভ ব্যাংক। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.