Header Ads

বাঙালি মেয়েদের নিয়ে মন্তব্য করে বিপাকে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়

ছবি, সৌঃ আন্তৰ্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ তৃণমূল সরকারের সমালোচনা করতে গিয়ে বাঙালি নবীন প্ৰজন্মকে নিয়ে মন্তব্য করে বিপাকে পড়লেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। চাকরির সূত্ৰে বাংলার ছেলেমেয়েরা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে রয়েছেন। ট্যুইটারে তিনি বলেছেন- ‘‘বাংলার মেয়েরা এখন মুম্বইয়ের পানশালায় নাচছে, আর ছেলেরা অন্য রাজ্যে গৃহভৃত্যের কাজ নিয়ে ঘরে ঝাড়ু দিচ্ছে।’’ কিন্তু এভাবে কেন বাংলা এবং বাঙালির এভাবে অপমান? তথাগত নিজেও তো বাঙালি, যেহেতু তৃণমূল সরকার কেন্দ্ৰের হিন্দি নীতির প্ৰতিবাদ করেছে তাই তথাগত রায় এই মন্তব্য করে ক্ষোভ প্ৰকাশ করেছেন বলে মনে করা হচ্ছে। এখন প্ৰশ্ন উঠছে তিনি বিজেপির অনুগত বলেই কি এমন মন্তব্য করলেন তথাগত রায়। তাঁর এহেন মন্তব্য ঘিরে তীব্ৰ বিতৰ্ক এবং নিন্দার ঝড় উঠেছে সচেতন মহলে। এদিকে বাঙালি মেয়েদের নিয়ে তথাগতের এহেন মন্তব্যে ফেটে পড়েছে তৃণমূল কংগ্ৰেস। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের হাজড়া মোড়ে অবস্থান ধৰ্মঘটে বসে তৃণমূলের বঙ্গ জননী ব্ৰিগেড। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.