Header Ads



 ছবি সৌঃ নিউজ১৮অসম
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ ১২ হাজার ফুট নিচে এএন৩২ বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেল। উদ্ধার অভিযানে নামানো হয়েছে গরুড় কমান্ডো এবং অ্যাডভান্স লাইট হেলিকপ্টার। ৮ দিন পর অরুণাচলপ্রদেশের পশ্চিম শিয়াং জেলায় খোঁজ পাওয়া যায় আইএএফ বিমান এএন৩২র। অরুণাচল সরকারের জারি করা ম‍্যাপে বিমানটির দুর্ঘটনাস্থলটি স্পষ্টভাবে দেখা গেছে। বিমানটির বাকি ধ্বংসাবশেষ খুঁজে বের করতে ভারতীয় বায়ুসেনা বুধবার সকালে গরুড় কমান্ডো এবং সৈনিক দলকে উদ্ধার অভিযানে নামিয়েছে। মঙ্গলবার সন্ধ্যা তেই বিমানের খোঁজে সেনা নামানোর চেষ্টা করা হয়, কিন্তু ঘন জঙ্গলের কারণে উদ্ধার অভিযান সম্ভব হয়নি। এএন৩২ বিমানটিতে ১৩ জন ছিলেন তাঁদের নাম বায়ুসেনার তরফে প্রকাশ করা হয়েছে। তাঁদের নাম হচ্ছে ক্রমে উইং কমান্ডার জিএম চার্লস, স্কয়াড্রন লিডার এইচ বিনোদ, ফ্লাইট লেফটেনেন্ট মোহিত গর্গ, সুমিত মোহান্তি, আশিষ তনওয়ার, রাজেশ থাপা, ওয়ারেন্ট অফিসার কে কে মিশ্রা, সার্জেন্ট অনুপ, কর্পোরাল শারিন, এয়ারম‍্যান পংকজ সাঙওয়ান, এয়ারম‍্যান এস কে সিং, নন কমবেটেন্ট রাজেশ কুমার এবং পুতলি । গত ৩জুন যোরহাটের রানওয়ে থেকে অরুণাচলপ্রদেশের মেচুকার উদ্দেশ্যে ১২ টা ২৭মিনিটে ডানা মেলেছিল বিমানটি। ১ টার সময় এটিসির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.