Header Ads

বিদেশি তকমায় আরও এক হিন্দু বাঙালির ঠাঁই হল ডিটেনশন ক্যাম্পে

ছবি সৌঃ ইনসাইডএনই.কম
সুদীপ শর্মা চৌধুরি, গুয়াহাটিঃ সানাউল্লাহর পর বিদেশির তকমা আরও এক বাঙালি হিন্দু ধর্মের ৪৫য়ের ঊর্ধ্বতন মহিলাকে গোলাঘাট পুলিশ গ্রেফতার করে যোরহাটের ডেটেনশন ক্যাম্পে পাঠাল। ১১ দিনের জন্য তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হল। ১৯৫১ সালের লিগ্যাসি ডাটা থাকা সত্ত্বেও উচিত বিচার পেতে সক্ষম হয়নি। বাজার হাটে জিনিস বিক্রি করে গোলাঘাটের ৪ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা ডলি রায়ের পরিবার চলতো। ডলি রায়ের পরিবার গোলাঘাটের পুরনো বাসিন্দা। ডলির গ্ৰেফতারের খবরে গোলাঘাট এলাকায় হিন্দু বাঙালিদের মধ্যে ত্রাসের সৃষ্টি করেছে। আইনজীবী দেবাশীষ পাল ডলি রায়ের মামলাটি হাতে নিয়েছিলেন। কিন্তু আইনজীবী পাল ডলির পরিবারের সদস্যদের আদালতে উপস্থিত থাকার বিষয়টি জানাননি তার জন্য ট্রাইবুনাল একপক্ষীয় ভাবে জেল হাজতে প্রেরণ করেছে। শারীরিক অসুস্থতার জন্য আদালতে হাজিরা দিতে পারেননি বলে সংবাদ মাধ্যমে জানান তিনি। ফের ২০ জুন থেকে আদালতে বিচার প্ৰক্ৰিয়া শুরু হবে। একমাত্ৰ আদালতে হাজিরা দিতে পারেননি বলে এই হেনস্থার সম্মুখীন হতে হল তাঁকে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.