Header Ads

গুয়াহাটি হাইকোর্ট২২১টি ট্রাইব্যুনালে বিচারক নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করেছে

                               
নয়া ঠাহর প্রতিবেদন ,গুয়াহাটিঃ রাজ্যে ২০০টি বিদেশি ট্রাইব্যুনাল স্থাপন করবে সরকার। নাগরিক পঞ্জিকরণ প্রকাশের পর নামহীনরা  যাতে পুনরায় আবেদন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে আগামী আগস্ট -সেপ্টেম্বর মাসে স্থাপন করা হবে ২০০টি ট্রাইব্যুনাল ।বিদেশি ট্রাইব্যুনালের বিচারক নিয়োগের জন্য সোমবার বিজ্ঞাপন প্রকাশ করেছে গুয়াহাটি হাইকোর্ট।অবশ্য রাজ্যে বিদেশি ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে ১০০০  করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ।এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকারও ।তবে একসাথে সংখ্যা বাড়বে না প্রথম পর্যায়ে ২০০টি স্থাপন করা হবে ও দ্বিতীয় পর্যায়ে আরো ২০০টি  করা হবে চলতি বছরের শেষে অথবা ২০২০ সালের গোড়ার দিকে। বর্তমান নিয়মে অবসরপ্রাপ্ত বিচারক ও আইন পেশায় কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে যেসব আইনজীবীদের তারাই বিদেশি ট্রাইব্যুনালের বিচারক হতে পারবেন । কিন্তু যোগ্যতা সম্পন্ন লোক পাওয়া না যায় না বলেই শূন্য থাকে  বিদেশি ট্রাইব্যুনালের বিচারক পদ ।রাজ্যে বর্তমানে ১০০টি বিদেশি ট্রাইব্যুনালের মধ্যে ৭৯টি কর্মক্ষম রয়েছে । বাকি ২১টির বিচার প্রক্রিয়া বন্ধ আছে বিচারক নেই বলে।তাই গৌহাটি হাই কোর্ট থেকে মোট ২২১ টি ট্রাইব্যুনালে বিচারক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.