Header Ads

দুর্নীতির অভিযোগে প্যারিসে গ্রেফতার ফুটবলার মিশেল প্লাতিনি

 

নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ  বিশ্বকাপের নিলামে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন একসময়ের দুনিয়া কাঁপানো ফুটবলার ৬৩ বছরের মিশেল প্লাতিনি । যার পায়ের জাদুতে একসময় গোটা বিশ্ব মোহিত ছিল তিনিই আজ দুর্নীতির দায়ে পুলিশের হেফাজতে । 
ফরাসি দৈনিক মিডিয়াপার্টের খবর অনুযায়ী প্লাতিনিকে ফ্রান্সের প্যারিসের নতেঁরেসের পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
২০২২  সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসাবে কাতারের নাম ঘোষিত হওয়ার পর ফুটবল বিশ্বের অনেকেই অবাক হয়েছিলেন। এর পেছনে প্লাতিনি কলকাঠি নেড়েছিলেন বলে অভিযোগ উঠেছিল ।

  ফিফার প্রাক্তন সহ-সভাপতি জ্যাক ওয়ার্নার একটি ই-মেইল বার্তা ফাঁস করে দাবি করেছিলেন বিশাল অঙ্কের বিনিময়ে কাতরকে বিশ্বকাপের আয়োজক করা হয়েছে । ২০০৭ সালে উয়েফার সভাপতি হন প্লাতিনি । ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি চার বছরের জন্য বহিষ্কার করে প্লাতিনিকে । জাতীয় দলের হয়ে খেলা ছাড়াও নামী ফুটবল দল জুভেন্তাসের হয়ে খেলে তিনটি ব্যালন ডি'অর ও জিতেছিলেন মিশেল প্লাতিনি ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.