Header Ads

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বিজবেহারা এলাকায় এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি

ছবি, সৌঃ আন্তর্জাল
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার বিজবেহারা এলাকায় মঙ্গলবার নিরাপত্তারক্ষীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ হল দুই জঙ্গি। জঙ্গিরা জইশ-ই-মহম্মদ-এর সঙ্গে জড়িত ছিল বলে জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্ৰের খবর। সূত্রের আরও খবর, বিজবেহারা এলাকায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী মিলে যুগ্ম অভিযান চালিয়েছিল, সেই অভিযানেই জঙ্গিরা নিকেশ হয়। উভয় পক্ষের গুলি বৃষ্টিতে অনিল জয়সওয়াল নামে এক সেনা জওয়ানও আহত হয়েছেন বলে জানা গেছে। বৰ্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত দুই জঙ্গির মধ্যে একজনের নাম সাজাদ আহমেদ ভাট এবং অন্যজন তৌসিফ আহমেদ ভাট বলে জানা গেছে। এদের দুজনের বাড়িই বিজবেহারার মারহামা এলাকায় বলে খবর মিলেছে। এরা দুজনই একাধিক অপরাধমূলক কৰ্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। প্ৰসঙ্গত, চলতি বছরের শুরুতে অৰ্থাৎ ফেব্ৰুয়ারিতে পুলওয়ামা জেলার লেহপোরা গ্ৰামে বিস্ফোরণে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হওয়ার ঘটনায় বিস্ফোরক বোঝাই যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল সেটি সাজাদের ছিল বলে পুলিশি ইনভেস্টিগেশনে জানা গেছে। তাই সাজাদের নাম পুলিশের ওয়ান্টেড লিস্টে ছিল।  

No comments

Powered by Blogger.