Header Ads

৫৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে এবার আন্দোলনের পথে হারাঙ্গাজাওবাসী


বিপ্লব দেব, হাফলংঃ আগামী দশ দিনের মধ্যে শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়কের হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা পর্যন্ত  অংশে সংস্কার কাজে জাতীয় সড়ক কর্তৃপক্ষ হাত না দিলে হারাঙ্গাজাওয়ের বাসিন্দারা শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক ও লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ গড়ে তোলার হুমকি দেয়। এমর্মে মঙ্গলবার হারাঙ্গাজাওয়ের স্থানীয় বাসিন্দারা হারাঙ্গাজাও থানার ওসির মারফৎ ডিমা হাসাও জেলার উপায়ক্ত অমিতাভ রাজখোয়ার উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে। জেলা শাসকের কাছে দেওয়া স্মারকপত্রে হারাঙ্গাজাওয়ের স্থানীয় বাসিন্দারা উল্লেখ করেন শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক হারাঙ্গাজাওয়ের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। কারণ হারাঙ্গাজাওয়ের সঙ্গে বরাক উপত্যকা ও জেলাসদর হাফলঙের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম কারন লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে নিউহারাঙ্গাজাও স্টেশনে একমাত্র শিলচর-গুয়াহাটি ফাষ্ট প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ ছাড়া আর কোনও ট্রেনের স্টপেজ নেই নিউহারাঙ্গাজাও স্টেশনে তাই রেলপথে হারাঙ্গাজাওবাসী যোগাযোগের ক্ষেত্রে বঞ্চিত। কিন্তু তারপরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ শিলচর-হাফলং ৫৪ নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ দীর্ঘদিন থেকে সড়ক পথটি সংস্কারে গুরুত্ব দিচ্ছে না। বেহাল অবস্থায় পড়ে রয়েছে হারাঙ্গাজাও থেকে জাটিঙ্গা অংশ। কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে জাতীয় সড়কটি এই অবস্থায় আগামী দশ দিনের মধ্যে যদি জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কটি সংস্কারে উদ্যোগী না হয় তাহলে হারাঙ্গাজাওয়ের স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক ব্রডগেজ রেলপথে অনির্দিষ্টকালের জন্য অবরোধ গড়ে তুলবে আর এতে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে তাহলে এর জন্য দায়ী থাকবে সরকার বলে জেলা শাসকের কাছে দেওয়া স্মারকপত্রে উল্লেখ করেন হারাঙ্গাজাওয়ের বাসিন্দারা। হারাঙ্গাজাওয়ের প্রবীণ নাগরিক ধনবাহাদুর ছেত্রী বলেন দীর্ঘদিন থেকে শিলচর-হাফলং জাতীয় সড়কটি বেহাল অবস্থায় পড়ে থাকার পরও জাতীয় সড়ক কর্তৃপক্ষ সড়কটি মেরামতি করা নিয়ে কোনও গুরুত্ব দিচ্ছে না তাই এবার বাধ্য হয়ে সড়কটি মেরামতির দাবিতে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে হারাঙ্গাজাওবাসী বলে জানান ধনবাহাদুর ছেত্রী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.