Header Ads

অবহেলিত সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার সমাধি স্থল, পানীয় জলের হাহাকার,অসুবিধায় পর্যটক



দেবযানী পাটিকর, গুয়াহাটিঃ মহানগরের জালুকবাড়ির সুধাকণ্ঠ ভূপেন হাজারিকর সমাধিস্থলে পানীয় জলের ভীষণ  সমস্যা নিয়ে  হাহাকার পর্যটকের সাথে কর্মচারীরা। বহুদিন ধরে সমাধিস্থলে পানীয় জল নেই, শৌচাগারে জল নেই। জলের কল ভেঙে গেছে। উল্লেখ্য, অসম রত্ন ভূপেন হাজারিকার সমাধিক্ষেত্রের কর্মীরা এই সমস্যার কথা বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পরেও এ সম্পর্কে বিশেষ কোনও ব্যবস্থা নেননি। এদিকে সন্ধ্যার সমাধিস্থল  অন্ধকারে ডুবে যায় । আসন্ন অম্বুবাচি মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে অসংখ‍্য পর্যটকের সমাগম হবে গুয়াহাটিতে । সমাধিস্থলে লাইটের  পর্যাপ্ত ব্যবস্থা নেই। সরকার বদলেছে কিন্তু ভূপেন হাজারিকার সমাধিক্ষেত্র  আজও অবহেলিত। সমাধিক্ষেত্রের ওপর কোনো গুরুত্বই দেয়নি সরকার। সচেতন নাগরিকের বক্তব্য যে শীঘ্রই এ সমস্যার সমাধান করা হোক।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.