প্ৰয়াত বিখ্যাত অভিনেতা গিরিশ কারনাড
নয়া ঠাহর প্ৰতিবেদন, মুম্বইঃ প্ৰয়াত বিখ্যাত অভিনেতা, পরিচালক তথা নাট্য ব্যক্তিত্ব গিরিশ কারনাড। বাৰ্ধ্যজনিত কারণে মৃত্যু হয় তাঁর। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৮১ বছর। সোমবার ভোরে বেঙ্গালুরুতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।তাঁর মৃত্যুতে ট্যুইটে গভীর শোক প্ৰকাশ করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘স্বামী’ (১৯৭৭), ‘পুকার’ (২০০০), ‘ইকবাল’ (২০০৫), ‘এক থা টাইগার’ (২০১২), ‘টাইগার জিন্দা হ্যায়’ (২০১৭) ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বলিউডে শিল্পী মহলে শোকের ছায়া নেমে এসেছে।









কোন মন্তব্য নেই