Header Ads

উত্তর-পূর্ব থেকে গত ১ বছরে ৫৭ দালাল আরপিএফের জালে পড়েছে

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি: উত্তর-পূর্ব সীমান্তের রেলের নিরাপত্তা বাহিনী (আরপিএফ) ২০১৮ সালে মোট ৫৭ জন দালালকে গ্রেফতার করেছে বেশ কিছু জায়গায় বিশেষ অভিযান চালিয়ে। জাল তথ্য ও নথিপত্র জমা দিয়ে ভুয়ো নামে রেলের টিকিট কেনা-বেচার কাজে জড়িত এই দালালরা।
এরপর ওই সব টিকিট চড়া দামে অন্য যাত্রীদের কাছে বিক্রি করে দেয় বেশি টাকার লোভে। এইসব বেনামী টিকিট নিয়ে রেল চলাচলকারী যাত্রীদের সফরে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কারণ, তাদের কাছে থেকে কেনা টিকিট পুরোপুরি জাল থাকে।
এ সমস্যা মেটাতে ও দালালদের নিয়ন্ত্রণে আনতে উত্তর-পূর্বে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, চলতি বছরে এ পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে রেল নিরাপত্তা বাহিনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.