Header Ads

ঘূৰ্ণীঝড় ফণীর আতঙ্ক, ডিমা হাসাও জেলায় লাল সতর্কবাৰ্তা জারি করেছে জেলাপ্রশাসন

বিপ্লব দেব, হাফলংঃ ঘূৰ্ণীঝড় ফণীর আতঙ্কে এবার ডিমা হাসাও জেলায়ও সতর্কতা জারি করল জেলা প্রশাসন। আগামী ৭২ ঘন্টার মধ্যে উত্তর পূর্বাঞ্চলে ফণী সাইক্লোন প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি করতে পারে। আগামী ৭২ ঘন্টায় উত্তর পূর্বের বিভিন্ন রাজ্য সহ ডিমা হাসাও জেলায় ঝড়ো হাওয়া সহ ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই ডিমা হাসাও জেলাপ্রশাসন ও জেলা দুর্যোগ মোকাবিলা দপ্তর গোটা পাহাড়ি জেলাতে কড়া সতৰ্কবাৰ্তা জারি করেছে। জেলাশাসক অমিতাভ রাজখোয়া শুক্রবার এক নির্দেশে পুরো পাহাড়ি জেলার স্কুল ও কলেজ কর্তৃপক্ষকে হাই এলার্টে থাকার নির্দেশ দেওয়ার পাশাপাশি শিলচর-হাফলং জাতীয় সড়ক ও জেলার অনান্য এলাকায় ভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করএছেন। তাছাড়া যে কোন দুর্যোগ মোকাবিলায় টাক্স ফোর্স ও পুলিশ ও ভিডিপিকে হাই এলার্টে রাখা হয়েছে।  এদিকে ডিমা হাসাও পুলিশএর পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে । পুলিশের কন্ট্রোল রুম নম্বর হচ্ছে ৮৬৩৮৩৮৯৮৭৩।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.