Header Ads

লাগাতার বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে অসমের নদীর জল, স্তব্ধ স্বাভাবিক জনজীবন

ছবি, সৌঃ স্ক্ৰল.ইন
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ ঘূৰ্ণীঝড় ফণীর প্ৰভাবে শনিবার সকাল থেকেই লাগাতার বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইছে অসম সহ উত্তরপূৰ্বাঞ্চলে। ফলত ফুলে ফেঁপে উঠেছে অসমের বেশিরভাগ নদী। বশেষ করে ব্ৰহ্মপুত্ৰের জলের স্তর আগের তুলনায় অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই সাধারণ মানুষের সুরক্ষাৰ্থে ব্ৰহ্মপুত্ৰ নদের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফেরী চলাচল। ৪ এবং ৫ মে ব্ৰহ্মপুত্ৰের ওপর দিয়ে সব ধরনের নৌযান পরিষেবা বন্ধ করার নিৰ্দেশ দিয়েছে কামরূপ জেলা প্ৰশাসন। শনি এবং রবিবার ফণীর প্ৰভাবের আশঙ্কায় দুই পৰ্যায়ের সতৰ্কতা জারি করেছে কেন্দ্ৰীয় আবহাওয়া দফতর। ধুবড়ি, কোকরাঝাড়, গোয়ালপাড়া, বঙাইগাঁও, চিরাং, বরপেটা, কামরূপ, দক্ষিণ শালমারা, মানকাচার, এবং বাক্সায় কমলা রঙের সতৰ্কতা জারি করা হয়েছে। নলবাড়ি, কামরূপ (মেট্ৰো), দরং, মরিগাঁও, শোনিতপুর, ডিব্ৰুগড়, কাছার এবং করিমগঞ্জে হলুদ রঙের সতৰ্কতা জারি হয়েছে। গুয়াহাটি, উত্তর গুয়াহাটি, সহ ধুবড়ি, যোরহাট, মাজুলি, ডিব্ৰুগড়, শোনিতপুর সমেত প্ৰতিটি জেলায় ব্ৰহ্মপুত্ৰের ওপর ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় জল কমিশন জানিয়েছে, ডিব্রুগড়, তেজপুর, গুয়াহাটি, গোয়ালপাড়া, ধুবরী, নিমাইতিঘাট অঞ্চলে ব্রহ্মপুত্র নদীতে একটু একটু করে বাড়ছে জল। শিবসাগর জেলার নাংলামারাঘাটের কাছে দেসাং নদী এবং কামরুপ জেলার এনএইচ রোডের কাছে পুঠিমারী নদী বইছে বিপদসীমার উপর দিয়ে, সেন্ট্রাল ওয়াটার কমিশন বা কেন্দ্রীয় জল কমিশন তাদের খবরে জানিয়েছে সে কথা। তবে দেসাং নদীতে যখন উত্তরোত্তর বাড়ছে জল ঠিক তখনই পুঠিমারী নদীতে তখন একটু একটু করে কমছে জলের পরিমাণ। অন্যদিকে, লখিমপুর জেলার চাউলধোয়াঘাট অঞ্চলে সুবনাসিরি নদী, অরুণাচল প্রদেশের পূর্ব সিয়াং জেলার পাসিঘাট অঞ্চলের সিয়াং নদী, ডিব্রুগড় জেলার ও নাহারকাটিয়া অঞ্চলের বুরিডিহিং নদী, গোলাঘাট জেলার নুমালিগড় অঞ্চলের ধানসিঁড়ি(দক্ষিণ) নদী, নওগাঁ জেলার ধরমতূল অঞ্চলের কপিলী নদী, নলবাড়ি জেলার এনটি রাস্তার ক্রসিংএ পাগলা নদী, বরপেটা জেলার এন এইচ রাস্তার ক্রসিংয়ে মানুষ নদী, বরপেটা জেলার ব্রিজ ক্রসিংএ বেকি নদী, কোকরাঝাড়ে গৌরং নদী, পশ্চিম ত্রিপুরার গুমতি নদীতে, জল বাড়ছে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় জল কমিশন। তবে যেকোনও ধরনের অপ্ৰীতিকর পরিস্থিতির মোকাবিলায় রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি রাখা হয়েছে দুৰ্যোগ প্ৰশমন মোকাবিলা বাহিনী। সাধারণ মানুষের সুবিধাৰ্থে খুলে দেওয়া হয়েছে হেল্পলাইন নম্বর- ১০৭০, ১০৭৭ এবং ১০৭৯। রাজ্য স্বাস্থ্য বিভাগ থেকেও হেল্প লাইন নম্বর খুলে দেওয়া হয়েছে ০১১-২৩০৬১৩০২, ২৩০৬৩২০৫, ২৩০৬১৪৬৯।  

No comments

Powered by Blogger.