Header Ads

ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৬৩ননীগোপাল ঘোষ, শিলংঃ ভারতের ওড়িশায় আঘাত হানার ২১ ঘন্টা পর শনিবার সকালের দিকে বাংলাদেশে ঢোকে ঘূৰ্ণীঝড় ফণী। উপকূলীয় এলাকায় ঝড়ের তাণ্ডবে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৪। আহত হয়েছেন ৬৩।  বরগুনায় ২ জন ও ভোলা এবং নোয়াখালিতে একজন করে নিহত হয়েছেন। ঘূৰ্ণীঝড়ের প্ৰভাবে বাংলাদেশে আরও ৬ থেকে ৮ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগের তুলনায় শক্তি হারিয়েছে ফণী। এদিন ঝড়ের গতি উত্তর দিকে চলে গিয়ে সকাল ৯ টার দিকে ফরিদপুর ও আশপাশের অঞ্চলে অবস্থান করে। পরে এটি পাবনা-টাঙ্গাইল- ময়মনসিংহের দিকে চলে যায়। এরপর আরও উত্তর-পূর্ব দিকে এগিয়ে যায় ফণী। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন। দমকা ও ঝোড়ো হাওয়া সমেত সারা দেশে চলছে বৃষ্টিপাত। চট্টগ্ৰাম, কক্সবাজার সমুদ্ৰ সৈকতগুলিতে বাংলাদেশ প্ৰশাসনের পক্ষ থেকে জারি করা হয়েছে সতৰ্কবাৰ্তা। জেলেদের পরবৰ্তী নিৰ্দেশ না দেওয়া পৰ্যন্ত মাছ ধরা বাদ দিয়ে নিরাপদ আশ্ৰয়ে থাকতে বলা হয়েছে। 

No comments

Powered by Blogger.