Header Ads

ফণী সাইক্লোনের প্ৰভাবে ডিমা হাসাও জেলায় লাগাতার বৃষ্টিপাত, স্তব্ধ স্বাভাবিক জনজীবন


বিপ্লব দেব, হাফলংঃ সাইক্লোন ফণীর প্ৰভাবে শুক্রবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে ডিমা হাসাও জেলায়। এক নাগাড়ে বৃষ্টির দরুন শনিবার পাহাড়ি জেলার জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে আবহওয়া দপতর সূত্রে জানা গিয়েছে, সাইক্লোন ফণীর প্ৰভাবে  আগামী ৪৮ ঘন্টা অসম মেঘালয় সমেত উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়টি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ ভারি বৃষ্টিপাত হবে। এদিকে পাহাড়ে এভাবে এক নাগাড়ে বৃষ্টির জেরে ভূমিস্খলনের সম্ভাবনা বেড়ে গেছে। বিশেষ করে লামডিং-জাটিঙ্গা ২৭ নম্বর জাতীয় সড়ক ও হাফলং-শিলচর ১৫৪ নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয় হয়েছে ওই দুটি জাতীয় সড়কের এন লেইকুল মিয়াংক্রো কাপুরছড়া মলকই বড়মলকই রেখো দলইচূঙ্গা এলাকায় ধস পতনের সম্ভাবনা দেখা দিয়েছে। অনেক স্থানে পাহাড় থেকে বৃষ্টির জল নেমে আসায় পাহাড়ি নদী গুলিতে জল বেড়ে যাওয়ায় জাতীয় সড়কের উপর দিয়ে জল বইছে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। এদিকে ফনী সাইক্লোন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে প্রভাব ফেলতে শুরু করেছে যার দরুন দমকা হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে ডিমা হাসাও জেলাপ্রশাসন এনিয়ে পুরো জেলায় সতর্কতা জারি করেছে। শিলচর-হাফলং জাতীয় সড়ক সহ জেলার অনান্য জায়গায় ভারি যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে ডিমা হাসাও জেলাপ্রশাসন। এদিকে এভাবে এক নাগাড়ে পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকলে যে কোনও মুহুর্তে ধস প্রবন এলাকা গুলিতে ধস নেমে রেলপথ ও সড়ক পথ বন্ধ হয়ে পরার আশঙ্কা রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.