Header Ads

কাটিগড়ায় ভোট পর্যালোচনা সভায় ডা: রাজদীপ রায়

নয়া ঠাহর প্রতিবেদন, কালাইনঃ কাটিগড়ায় ভোটের পর প্রথমবার বিজেপি নেতা ও কর্মীদের নিয়ে ভোট পর্যালোচনা সভায় বসলেন ডা: রাজদীপ রায়।  গত বৃহস্পতিবার এ সভায় ভোটের ফলাফল নিয়ে আগাম আলোচনা হয়। কালাইনের বিজেপি মন্ডল সভাপতি বিপ্লব পাল হিসেব নিকেশ করে বলেন ১৫টি জিপির  প্রায় ৯০% ভোটই বিজেপি পাবে। প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার মুসলিম ভোট এবার বিজেপির ঝুলিতে পড়বে বলে আশা ব্যক্ত করেছেন কাটিগড়ার বিজেপির বিধায়ক অমর চাঁদ জৈন।
উল্লেখ্য, কাটিগড়ায় এবার হিন্দু ভোটের সংখ্যাও ছিল বেশী। সভাতে কালাইনের মন্ডল সভাপতি বিপ্লব পাল ও বিধায়ক অমর চাঁদ জৈন ছাড়াও সুব্রত চক্রবর্তী, ভূপেন্দ্র বৈষ্ণব, বাবুল দাশ প্রমুখরা উপস্থিত ছিলেন। এদিকে কালাইনের সভাপতি বিপ্লব পাল নয়া ঠাহর প্রতিবেদককে টেলিফোন যোগে দৃঢ়তার সঙ্গে জানান শিলচর লোকসভা কেন্দ্রে এবার পদ্মফুল ফুটবেই ফুটবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.