Header Ads

আজ লোকসভার পঞ্চম পর্যায় ভোটগ্রহণ

নয়া ঠাহর প্রতিবেদন গুয়াহাটি: আজ সকাল থেকে শুরু হয়েছে লোকসভার পঞ্চম পর্যায়ের ভোটগ্রহণ। পঞ্চম পার্যারের ৭রাজ্যে ৫১টি সমিষ্টিতে হবে ভোটগ্রাহন।প্রায় ৯ কোটি লোকে সাব্যস্ত করবে  ভোটাধিকার ।এর মধ্যে বিহারের ৫টি সমষ্টি, জম্বু কাশ্মীর ২টি সমষ্টি, ঝাড়খণ্ডের ৪টি সমষ্টি, মধ্যপ্রদেশর ৭টা, রাজস্থানে ১২টা, উত্তরপ্রদেশের ১৪টা সমষ্টি আর পশ্চিমে ৭টি আসনে ভোটগ্রহণ হবে । আজকের নির্বাচন দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ।কারণ অনেক হাইপ্রোফাইল নেতার ভাগ্য আজ  নির্ণয় হবে ।সকালবেলা থেকেই সমস্ত সমষ্টিতে লম্বা লাইন দেখা গেছে ।গৃহমান্ত্রী রাজনাথ সিং সকালেই ভোট দান করেন ।বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতীর সাব্যস্ত করেন ভোটাধিকার। ঝাড়খন্ডের মুখ্যমন্ত্ জয়ন্ত-সিনহা করলেন ভোটদান। কাশ্মীরের পুলবামতে সকাল থেকেই বিভিন্ন  ভোটগ্রহণ কেন্দ্রের দেখা গেছে লোকের লম্বা লাইন। বিহার ও রাজস্থানেও শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ।
আসামের কোকরাঝাড়ের দুটো ভোটগ্রহণ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে। সকাল থেকে সমস্ত ভোটকেন্দ্রে লোকের লম্বা লাইন। বিজনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২টি ভোটগ্রহণ কেন্দ্রে চলছে ভোট দান পর্ব। বরপেটা, ধুবডি গোলকগঞ্জ, মানকাচারে একটি করে ভোটগ্রহণ কেন্দ্রে ও দক্ষিণশালমারা ২টা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। ইভিএম বিকল হয়ে যাওয়ায় বাতিল হয়েছিল সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে ভোটগ্রহণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.