Header Ads

নৈহাটিতে ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়


নয়া ঠাহর প্ৰতিবেদন, কলকাতাঃ বৃহস্পতিবার নৈহাটির সত্যাগ্ৰহ সভায় ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হলেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজপির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন- বিজেপি বাঙালি- অবাঙালির মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে। তিনি বলেন যে তিনি বিভাজনের রাজনীতি করেন না। কখনও বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলিম, শিখ-খ্ৰিস্টানদের মধ্যে বিভেদ করেননি। এদিন বিজেপির পাশাপাশি নিৰ্বাচন কমিশনকেও আক্ৰমণ করে তিনি। বলেন- ‘‘বিজেপির মুখপাত্র হয়ে নির্বাচনের সময় এ রাজ্যে এসেছিল নির্বাচন কমিশন। ভূরি ভূরি অভিযোগ দায়ের হওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি।’’ ব্যারাকপুর আসনটি তিনি পুনরুদ্ধার করে ছাড়বেন বলেও জানিয়ে দেন মমতা। এদিনের সভায় মহিলাদের নিয়ে ব্লকে ব্লকে বঙ্গজননী কমিটি তৈরি করার কথা বলেন তিনি। বিজেপি যদি আরএসএস তৈরি করে, তিনি জয়হিন্দ বাহিনী তৈরি করার কথা উল্লেখ করেন। সবাইকে বুঝে শুনে মাথা খাটিয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.