Header Ads

দেশের প্ৰধানমন্ত্ৰী পদের দায়িত্বভার নিলেন নরেন্দ্ৰ মোদি


ছবি, সৌঃএএনআই
নয়া ঠাহর প্ৰতিবেদন, নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় দ্বিতীয়বারের জন্য প্ৰধানমন্ত্ৰী পদের দায়িত্ব ভার নিলেন নরেন্দ্ৰ মোদি। দিল্লির রাইসিনা হিলসে ঢেলে সাজানো হয়েছে সাংবিধানিক এই অনুষ্ঠান। রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ শপথ বাক্য পাঠ করান। পশ্চিমবঙ্গ থেকে আসানসোলের বাবুল সুপ্ৰিয়, রায়গঞ্জের সাংসদ দেবশ্ৰী চৌধুরী ইংরেজিতে শপথ বাক্য পাঠ করেছেন। উত্তরপূৰ্বাঞ্চলে অরুণাচলপ্ৰদেশের কিরেন রিজিজু এবং অসমের ডিব্ৰুগড়ের রামেশ্বর তেলি শপথ গ্ৰহণ করেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্ৰপতি, শিল্পপতি, বিশিষ্টজনেরা ভারতবৰ্ষের গণতান্ত্ৰিক এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। পশ্চিমবঙ্গ থেকে উপস্থিত রয়েছেন ৫২ ‘শহিদ’ পরিবারের মোট ৭০ জন সদস্য। ২০১৪ সালের আগে পর্যন্ত এই শপথগ্রহণের অনুষ্ঠান হত রাষ্ট্রপতি ভবনের দরবার হলে। কিন্তু আগের বার মোদীর শপথের সময়ই রীতি ভেঙে রাষ্ট্রপতি ভবনের বাইরের লনে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ বারও সেখানেই হচ্ছে শপথ গ্ৰহণের অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন কংগ্ৰেস নেত্ৰী সোনিয়া গান্ধী, সভাপতি রাহুল গান্ধী, প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং। উপস্থিত  রয়েছেন  অসমের মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। কন্ঠশিল্পী আশা ভোসলে প্ৰমুখ।  জাতীয় সংগীত জন গণ মন-র মাধ্যমে  মোদি মন্ত্ৰিসভার  শপথ গ্ৰহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.