Header Ads

পথ দুর্ঘটনায় মৃত্যু সাংবাদিক অমূল্য দত্তর


নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিক অমূল্য দত্ত বুধবার নুমালিগড়ে দুর্ঘটনায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন।  সংবাদ সংগ্রহের সময় পেছন থেকে একটি ডাম্পার তাঁকে ধাক্কা মারার  ফলে দুৰ্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে তাঁকে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোলাঘাট জেলার সাংবাদিক ছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি তাঁর স্ত্রী ও  ছোট দুই মেয়েকে রেখে যান। অমূল্য দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রীর প্রেস উপদেষ্টা ঋষিকেশ গোস্বামী,  আপকুর বঙাইগাঁও জেলা সমিতি।  বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। অন্যদিকে, "রং তুলির জাদুঘর" বিশিষ্ট চিত্রশিল্পী বেনু মিশ্রের ৮০ বছর বয়সে দেহাবসান হয় বুধবার সকালে ।  দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।  কাহিলিপারায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিত্রশিল্পী । তিনি ভারতীয় গণনাট্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। চাঁদমারীর আর্টিস্ট গিল্ডের  সভাপতিও  ছিলেন ।২০০৬ সালে অসম সরকারের বিষ্ণুপ্রসাদ রাভা পুরস্কার প্রাপ্ত  এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.