Header Ads

হাইলাকান্দিতে গোষ্ঠী সংঘর্ষে নিহত আহতদের এককালীন অর্থ সাহায্য ঘোষণা রাজ্য সরকারে


বিপ্লব দেব, হাফলংঃ  শুক্রবার জুম্মার নমাজকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে একজন নিহত হওয়ার পাশাপাশি ৩ জন পুলিশ কর্মী সহ মোট ১৫ জন আহত হয়েছে। আহতদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। এদিকে শুক্রবারের ঘটনায় নিহত আহতদের জন্য রাজ্যসরকার এককালীন আর্থিক সাহায্য ঘোষণা করেছে। রাজ্যের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি জানিয়েছেন হাইলাকান্দিতে শুক্রবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত জসিম হুসেইনের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে। অন্যদিকে, আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করে রাজ্য সরকার। উল্লেখ্য, ইতিমধ্যে গতকালের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তদন্তের ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব বরাকে শুক্রবারের হাইলাকান্দির হিংসাত্মক ঘটনার তদন্ত করার দায়িত্ব দেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.