মাদকদ্রব্য পাচার চক্রের বিরুদ্ধে কাছাড় পুলিশের বিরাট সাফল্য
রায়ান চৌধুরী, শিলচরঃ লক্ষীপুরের এসডিও অনুরাগ শর্মার নেতৃত্বে এবং আসাম রাইফেলসের সাথে মিলে এক ড্রাগস বিরোধী অভিযান চালানো হয়। হাতিহার গ্রামের মনাউদ্দিন এর ঘরে জব্দ করা হয় ১১২ গ্রাম হেরোইন, ৪০০ টি খালি বোতল এবং আরও কিছু মাদক দ্রব্য। মনাউদ্দিনের পত্নী রিনি বেগম অনেক দিন থেকে মাদক দ্রব্যের কাজ চালিয়ে যাচ্ছে। পুলিশ দুই জনকেই আটক করেছে।
কোন মন্তব্য নেই