Header Ads

কবিগুরুর জন্মদিনে ছুটি বাতিল অসম সরকারের, ১২ জন বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হল




 নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন বৃহস্পতিবার দেশ ব্যাপী উদযাপন করা হল। এ বছর থেকে অসম সরকার কবিগুরুর জন্মদিনে ছুটি বাতিল করে দিয়েছে। এর বিরুদ্ধে  বরাকের মানুষ প্রতিবাদ করেছে। ব্রহ্মপুত্ৰ উপত্যকায় কোনও প্রতিবাদ নেই। নিম্ন অসমের ওদালগুড়ি, টংলা প্রভতি বাঙালি অধ্যুষিত অঞ্চলে রবীন্দ্র জয়ন্তী পালনের কথা ভুলে গেছে। এখন এলাকাবাসী ঘর পাহারাতে ব্যাস্ত। যেকোনও সময় সীমান্ত পুলিশ আসবে। গত দুদিনে ১২ জনকে পুলিশ ধরে নিয়ে গেছে। তেজপুর ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে। সবাই বাঙালি   এবার বিজেপিকে ভোট ও দিয়েছে। হত দরিদ্র পরিবার, তাদেরকে বিনা দোষে গ্রেফতার করা হয়েছে বলে সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি কমল চৌধরী বৃহস্পতিবার অভিযোগ করেন। নবীন বর্মন, মায়ারানী সেন, বনবাসী মণ্ডল, কল্পনা সরকার প্রমুখ ১২ জন ছাড়াও কামরূপ জেলার দিলীপ বিশ্বাস, বরাকের গৃহবধূ দীপালি দাসকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। সব ক্ষেত্রে এক তরফা সিদ্ধান্তের অভিযোগ উঠেছে। কাউকে আত্মপক্ষ সর্মথনে সুযোগ দেওয়া হয়নি। এনআরসি কেন্দ্র জাতীয় সংগঠনগুলি বাঙালিদের বিরুদ্ধে বিদেশি বলে মিথ্যা অভিযোগ দায়ের করেছে বলে ফেডারেশন অভিযোগ করেছে। অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের সভাপতি কমল চৌধরী জানান, তাঁরা রাজ্যপাল এবং মুখমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতিবাদ করবেন। ফেডারেশনের অপর নেতা দীপক দে ও বাঙালিদের বিদেশি সাজানোর বিষয়টিতে প্রতিবাদ করেছেন।
  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.